রাবিতে চা শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

২২২

রাবি প্রতিনিধি: ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সবকিছুর দাম বাড়েলেও বাড়েনি চা শ্রমিকের মজুরি। চা শ্রমিকরা শত বছর ধরে শোষণ ও বঞ্চণার শিকার হয়ে আসছেন। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে মৌলিক চাহিদা তো দূরের কথা তিন বেলা খাবারই পাচ্ছে না তারা।

এ সময় কালক্ষেপন না করে চা শ্রমিকদের কিছুটা কষ্ট লাঘবে ৩০০ টাকা মজুরি কার্যকরের দাবি জানান বৃহত্তর সিলেটের শিক্ষার্থীরা।

Comments are closed.