রাবিতে পঞ্চম চিহ্নমেলার আসর বসবে আগামীকাল

২৭০
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে লেখক-পাঠকদের অন্যতম আসর ‘চিহ্নমেলা’। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার মেলার উদ্বোধন করবেন। এবং ১৭ ও ১৮ অক্টোবর দুই দিন মেলা চলবে।
শনিবার(১৫ অক্টোবর) সকাল ১১ টায় শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান চিহ্ন পত্রিকার সম্পাদক ও চিহ্ন প্রধান অধ্যাপক শহীদ ইকবাল ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের ‘চিহ্নমেলা মুক্তবাংলা’ নামে আসরটি বসবে। এই আসরে দেশি-বিদেশি প্রায় ১৭০টি লিটিল ম্যাগাজিন ১০৫টি পত্রিকাসহ চার শতাধিক লেখক-পাঠক-সম্পাদক অংশ নেবেন। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলা ভাষাভাষী প্রায় দেড় শতাধিক লেখক, সম্পাদক ও তাত্ত্বিক এতে অংশ নেবেন। এই মেলায় প্রায় দুই শতাধিক স্টল বসবে।
এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথা সাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত সম্মানায় ভূষিত হচ্ছেন প্রবীন সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মাতিন, চিহ্ন লিটলম্যাগ পুরস্কার পাচ্ছেন চট্টগ্রামের  ‘তৃতীয় চোখ’ সাহিত্য পত্রিকার সম্পাদক আলী প্রয়াস এবং কলকাতার  ‘নৌকো’ সাহিত্য পত্রিকার সম্পাদক অমলিন্দ বিশ্বাস।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলার প্রখ্যাত লিটিলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত, স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, প্রাবন্ধিক ও অর্থনীতিবিদ সনৎকুমার সাহা ও কবি জুলফিকার মতিন।
অধ্যাপক শহীদ ইকবাল আরো বলেন, এবারের আসরের মূল অনুষ্ঠানের প্রথমেই স্মরণ করা হবে প্রয়াত প্রতিথযশা লেখকদের। কবি লেখক, বাংলা একাডেমির পরিচালক আমিনুর রহমান সুলতানের সঞ্চালনায় ‘প্রয়াত-প্রিয়জন’ শীর্ষক এই পর্বে শঙ্খ ঘোষ, সৈয়দ শামসুল হক, দেবেশ রায়, আনিসুজ্জামান, হাসান আজিজুল হকের স্মৃতিচারণ করবেন নির্মলেন্দু গুণ, সনৎকুমার সাহা, জুলফিকার মতিন, রুহুল আমিন প্রামাণিক, ইমানুল হক ও অমল সরকার। এর পরেই অধ্যাপক, প্রাবন্ধিক মোহাম্মদ আজম ‘সৃষ্টিশীলতার সমাজতত্ত্ব ও লিটিলম্যাগ’ নিয়ে একক বক্তৃতা করবেন। অনুবাদ প্রসঙ্গ নিয়ে কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনের সঞ্চালনায় কথা বলবেন আলম খোরশেদ, শরীফ আতিক-উজ-জামান, সফিকুল ইসলাম, প্রত্যয় হামিদ ও মুহম্মদ মুহসীন।
মেলায় মামুন মুস্তাফার সঞ্চালনায় দুই বাংলার কবিতা ও গল্পপাঠে অংশ নেবেন সৈকত হাবিব, আসাদ মান্নান, জফির সেতু, বদরে মুনীর, শামীম হোসেন, নৃপেন চক্রবর্তী, সিরাজদৌলা বাহার, অলোক বিশ্বাস, কামরুল বাহার আরিফ, শিবলী মুক্তাদির, সরোজ দেব, গাজী লতিফ, দ্বিজেন্দ্র ভৌমিক, মাহবুব বারী, কামরুজ্জামান গোপন, শাম্স সুমন, কুমার দীপ, অভিজিৎ বিশ্বাস, নাজমুল হাছান সুমন, মাসউদ আখতার, আনিফ রুবেদ, সরকার মাসুদ, মঈন শেখ, সুবন্ত যায়েদ প্রমুখ।
প্রথম দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় বাঁশি বাজাবেন প্রখ্যাত বংশিবাদক হাসন রাজা, সংগীত পরিবেশন করবেন কাঙালিনী সুফিয়া। দ্বিতীয় দিনে চিহ্ন পুরস্কার প্রদান করা হবে। এরপরে সন্ধ্যায় বাউল ঘরানার গানের দল ‘মাতাল’র পরিবেশনার মাধ্যমে চিহ্নের দুই দিনের আয়োজনের সমাপ্তি হবে।
প্রসঙ্গত , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক লেখক শহীদ ইকবালের সম্পাদনায় ‘চিহ্ন’ প্রায় দুই দশক থেকে নিয়মিত বের হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে প্রথমবারের মতো দেশের লেখক-লিটিল ম্যাগাজিনের সম্পাদক আর বুদ্ধিবৃত্তির মানুষদের নিয়ে আয়োজন করে চিহ্নমেলার। এর ধারাবাহিকতায় ২০১৩,২০১৬, ২০১৯ এবং এবার ২০২২ সালে পঞ্চমবারের মতো এই মেলার আসর বসতে যাচ্ছে।

Comments are closed.