রাবিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

0 ১২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও ব্র্যাক আয়োজিত কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী আজ বুধবার দুপুরে নারিকেল বাড়িয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

আলোচনা শেষে উপাচার্য প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করেন। এর আগে নারিকেল বাড়িয়া প্রাঙ্গণে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য।

Leave A Reply

Your email address will not be published.