রাবিতে বাণী অর্চনা অনুষ্ঠিত

0 ৮৯

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার যথাযোগ্য মর্যাদায় বাণী অর্চনা অনুষ্ঠিত হয়। রাবি কেন্দ্রীয় মন্দির চত্বরে এ বছর ২০টির অধিক পূজা মন্ডব স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সেসব মন্ডবে নিজ নিজ বিভাগের পক্ষে পূজা অর্চনায় যোগ দিচ্ছেন। বেলা ১২টায় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে উপাচার্য বিভিন্ন বিভাগের মন্ডব ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

মন্ডব পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সরস্বতী পূজা উদ্যাপন কমিটির আহবায়ক ড. রতন কুমার, সাধারণ সম্পাদক মোহিত মজুমদার, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাণী অর্চনার কর্মসূচিতে আরো ছিল সকাল ৮টায় প্রতিমা স্থাপন ও পূজা অর্চনা, সকাল ৯:৩০ মিনিটে পুষ্পাঞ্জলী ও বিকেল ৪:৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave A Reply

Your email address will not be published.