স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তাহব্যাপী মোহনা ইসলাম মুগ্ধর বুনোফুলের আলোকচিত্র প্রদর্শনী আজ মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। প্রদর্শনীর শেষ দিনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রদর্শনী পরিদর্শন ও দর্শকদের সাথে কথা বলেন।
রাবি উপাচার্য ছাড়াও এদিন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম কবীর ও রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর প্রদর্শনী পরিদর্শন করেন।
প্রদর্শনীতে বুনোফুলের ১০১টি আলোকচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনীর আলোকচিত্রে প্রদর্শিত কোনো বুনোফুল কেউ এনে দিতে পারলে তার জন্য পুরস্কারেরও ব্যবস্থা ছিল।
রাবি জনসংযোগ দপ্তরের সহযোগিতায় ও আব্দুল খলিল পণ্ডিত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী মো. নজরুল ইসলাম।