রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মানবাধিকার: বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০:৩০ মিনিটে ডিনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে রাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত এই সভায় মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।
উপাচার্য সংবিধান সমুন্নত রেখে আগামী নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।