
শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে গণিত বিভাগের পক্ষ থেকে একটি শোক র্যালীর আয়োজন করা হয়। এরপর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
অন্তর্ধান দিবসের শোকর্যালি ও পুস্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মো. হুমায়ূন কবীর, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আখতার, বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ।
এদিকে দিবসটি পালনে শহিদ হবিবুর রহমান হলের পক্ষ থেকে হল সম্মুখে অবস্থিত শহিদ হবিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শরিফুল ইসলামসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া বিকেলে হল প্রাঙ্গণে তাঁর স্মরণে একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবিবুর রহমানকে ১৯৭১-এর ১৫ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাঁকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।