রাবিতে শীত বস্ত্র বিতরণ করল মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা

0 ৭৯

রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে কর্মরত ৩৩ জন দোকান কর্মচারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থরা। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকানি ও কর্মচারীদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।

জানা গেছে, ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন দোকান থেকে শীতের বস্ত্র প্রয়োজন এমন কর্মচারীদের তালিকা তৈরি করেন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা। সেই তালিকা অনুযায়ী ৩৩ জনকে এই বস্ত্র বিতরণ করা হয়েছে। ক্যাম্পাসে অনেক লোক রয়েছেন, যাদের শীত বস্ত্র প্রয়োজন কিন্তু সামর্থ্য নেই অথচ লোকলজ্জায় কারো কাছে চাইতেও পারেন না।

তাদের তথ্য বের করেই এই বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, স্বেচ্ছাসেবামূলক কাজের অংশ হিসেবেই এই কাজ করা হয়েছে। মূলত শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েই এটা করেছে। এতে বিভাগের শিক্ষকরাও সহযোগিতা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.