রাবিতে সরদার আবদুর রহমান রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন

0 ৯৩
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শুরু হয়েছে বইমেলা-২০২৫।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বুদ্ধিজীবী স্মৃতি চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
এসময় সরদার আবদুর রহমান রচিত ও ‘ঐতিহ্য’ প্রকাশিত “গণতান্ত্রিক আন্দোলনের সাত দশক: ইসলামপন্থি দলগুলোর ভূমিকা (১৯৫৪-২০২৪)” এবং “বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা : তিন দশকের চালচিত্র (১৯৭৩-২০২৪)” শিরোনামের দুটি বইয়ের মেড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেখক সরদার আবদুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. মাঈন উদ্দিন, পদার্থ বিজ্ঞানী প্রফেসর ইমেরিটাস ড. একেএম আজহারুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, লেখক ও গবেষক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, গবেষক ও লেখক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, গবেষক ও লেখক প্রফেসর ড. মো. সেতাউর রহমান, রাবি রেজিস্ট্রার গবেষক ও লেখক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, শের-ই-বাংলা হলের প্রভোস্ট প্রফেসর মো: শরীফুল ইসলাম, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. আখতার হোসেন মজুমদার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.