রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। রোববার সকালে তারা উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বাসভবনের সামনের প্যারিস রোডে অবস্থান নেয়।
এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেখানে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নুরুজ্জামান খান, সাধারণ সম্পাদক নূর আলম, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্র, প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন বিপ্লব সহ অনেকে উপস্থিত ছিলেন । এ সময় তারা তিনটি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- সাংবাদিক শাহাবুদ্দিন ইসলামকে নির্যাতনকারী ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন কাজলকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, দায়িত্ব অবহেলারকারী মাদার বখশ হল প্রাধ্যক্ষ শামীম হোসেনকে অব্যাহতি দেওয়া, বিগত সময়ে সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত এবং সাংবাদিক-শিক্ষার্থী নির্যাতন বন্ধে আইন প্রণয়ন করতে হবে।
Comments are closed.