রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ জুলাই
রাবি প্রতিনিধিঃ ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে আছে- সকাল ১০:০৫ মিনিটে প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন; সকাল ১০:২৫ মিনিটে বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরনের মাধ্যমে উদ্বোধন, সাড়ে ১০ টায় শোভাযাত্রা এবং ১১টায় বৃক্ষরোপণ। বেলা সাড়ে ১১ টায় সিনেট ভবনে আলোচনা সভা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।
এছাড়া বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলা।