রাবি ও কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

0 ২০৭
রাবি প্রতিনিধি: চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে ঢাকাস্থ নর্থ সাউর্থ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বেলা ১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর আয়োজনে রাবির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম ও কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষে এর পরিচালক মা জিয়াওয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সাথে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।
এসময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ এর পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, চীনা ভাষার শিক্ষক হুয়াং জিনরান উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রয়োজনীয় সংখ্যক চীনা ভাষা প্রশিক্ষক রাবিতে চীনা ভাষা কোর্সে পাঠদান করবেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে। রাবির ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের মাধ্যমে এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হবে।

Leave A Reply

Your email address will not be published.