রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাস্কেটবল দলের সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (রাশিয়া) দলের বন্ধুত্বপূর্ণ বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
আজকে এ খেলায় রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ১২ জন খেলোয়াড় অংশ নেন। এতে বিদ্যুৎ প্রকল্পের দলকে ১৭ পয়েন্টে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল বিজয় লাভ করে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বন্ধুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এমন খেলা আবারও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, শরীরচর্চা বিভাগের পরিচালক মো. আসাদুজ্জামান প্রমুখ।