রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) প্রেস ক্লাবের ৩২ তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দি ডেইলি ইন্ডাস্ট্রির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বেলাল হুসাইন বিপ্লব ও সাধারণ সম্পাদক পদে দৈনিক শেয়ার বিজের আবু সাঈদ সজল নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৭মার্চ) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সোহানুর রহমান সুমন (দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), এম আর মামুন (টাইমস অব বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান অভি (ভোরের ডাক), কোষাধ্যক্ষ মেশকাত মিশু (ঢাকা পোস্ট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন (দৈনিক ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক শোয়াইব শুভ (দৈনিক নতুন প্রভাত), ক্রীড়া সম্পাদক আসিক আদনান (যায়যায়দিন), কার্যনির্বাহী সদস্য- মোস্তাফিজুর রহমান মিন্টু (দ্যা ডেইলি সান), তারিকুল ইসলাম তৌফিক (সংবাদ প্রকাশ), মনির হোসেন মাহিন (জাগো নিউজ)। নূর আলম নেহাল (ধুমকেতু নিউজ) আসাদুল্লাহ গালিব (দৈনিক সবুজ বাংলা)
নির্বাচনে ফলাফল ঘোষণার সময় প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. মো. হাছানাত আলী উপস্থিত ছিলেন।##
Comments are closed.