রামেক হাসপাতালে ১৭ ডেঙ্গু রোগী ভর্তি

0 ২০৮

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ এই তথ্য জানান।

ভর্তিকৃত ডেঙ্গু রোগীরা হলেন- রাজশাহী নগরীর বোয়ালিয়া এলাকার এবি সাত্তার (৬৫), নগরীর রাজপাড়া এলাকার তিমু (৩৫), একাই এলাকার ফেরদৌসী বেগম (৫০), সাবা (৭ মাস), নগরীর চন্দ্রিমা এলাকার ইউনুস আলী (৬০), নগরীর কাটাখালী এলাকার আশানূর (৩০), নগরীর এয়ারপোর্ট এলাকার সজীব (৩৫), নগরীর শ্যামপুর এলাকার আলীম (২৫), রাজশাহী জেলার পুঠিয়া এলাকার মকলেছুর রহমান (৩৫), নাটোর জেলার সিংড়া এলাকার বিপাশা খাতুন (১৮), লালপুর এলাকার নাঈম (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর এলাকার শাকিল (২৭), একই এলাকার সুলতান (২১), ভোলাহাট এলাকার আলামিন (৩২), সদর এলাকার রাসেল (২১), পাবনা জেলার চাটমোহর এলাকার ইমন (১৭), নওগাঁ মান্দার এলাকার কনক (২৫)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ জানান, এই পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাঘা এলাকার পাপ্পু নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

বর্তমানে ১৭ জন রোগী ভর্তি রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্তদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটি বরাদ্দ রাখা হয়েছে। আর ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ৫ সদস্যের চিকিৎসক টিমও গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক কাজ করছে। তবে ভর্তিকৃত রোগীদের মধ্যে ৪৯ জন রোগীই ঢাকা ভ্রমনকারী।

তিনি আরো জানান, আমরা রাজশাহী সিটি কর্পোরেশনকে চিঠি দিয়ে জনসচেতনতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছি।

Leave A Reply

Your email address will not be published.