স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীভূক্ত মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম ব্যাচে ২০১৭-১৮ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
সোমবার সকাল ১০ টায় রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ,জেড, এম মোস্তাক হোসেন-এর হাতে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবীব।
এসময় উপাচার্য বলেন,রাজশাহী মেডিকেল বিম্ববিদ্যালয় অতীতে আতি দ্রুততার সাথে ফলাফল ঘোষণা করেছে। এবারও পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা করেছে। এতে করে দ্রুততার সাথে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হয়ে তারা কর্মে ফিরতে পারবে। এছাড়ও সেশন জটও কম হবে।এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশসদ্য এমবিবিএস পাশ করা নবীন ডাক্তারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান রামেবির উপাচার্য।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ,রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা: আনোয়ারুল কাদের,কলেজ পরিদর্শক অধ্যাপক ডা.মো: মোসাদ্দেক হোসেন,পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো.জাকির হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা।
উল্লেখ্য,এবার রামেবির প্রথম পেশাগত চূড়ান্ত পরীক্ষায় এক হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন,এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৭৮ জন। এতে পাসের হার ৭১.৭০ শতাংশ।