সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসীতে পল্লী বিদ্যুতের আসা-যাওয়ার লুকোচুরিতে দিশেহারা হয়ে পড়েছেন শত শত গ্রাহক। উপজেলার হাটপাঙ্গাসী বাজার এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হলেও গ্রামপাঙ্গাসীতে দেওয়া হচ্ছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। ফলে জনজীবন অতিস্ঠ হয়ে পড়েছে।
স্হানীয় সূত্রে জানা যায়, এতোদিন হাটপাঙ্গাসী আর গ্রামপাঙ্গাসীর বিদ্যুৎ লাইন এক থাকার কারনে হাটপাঙ্গাসীর মতো আমরাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতাম। কিন্তু সম্প্রতি হাটপাঙ্গাসী থেকে গ্রামপাঙ্গাসীর বিদ্যুৎ সংযোগ আলাদা করা হয়েছে। ফলে গ্রামবাসীর সরলতার সুযোগ নিয়ে যখন তখন করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং।
ব্যাপারে বিস্তারিত জানার জন্য হাটপাঙ্গাসী অভিযোগ কেন্দ্রের মোবাইলে ফোন করা হলে ফোন রিসিভ করা হয়নি। এমতাবস্হায় গ্রামপাঙ্গাসীর পল্লী বিদ্যুৎ লাইন আগের মতো হাটপাঙ্গাসীর সাথে সংযোগ স্হাপণ করে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেন অত্র গ্রাসবাসী।