রায়গঞ্জে প্রচন্ড গরমে বিপর্যস্ত জনজীবন

0 ১৬৫

সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জেও গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিস্ঠ হয়ে পড়েছে জনজীবন। সবচাইতে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষ ও শিশুরা। বিশেষ করে ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ না থাকার কারনে কস্ট হচ্ছে মুসল্লিদের।

এদিকে চড়া রোদের কারনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীদের। জীবিকা নির্বাহের তাগিদে যারা মাঠে কাজ করছেন, তাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে রোজা রেখেই কাজকর্ম করে যাচ্ছেন পেটের তাগিদে। খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরও হচ্ছেন না অনেকেই।

উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের ভ্যানচালক মোঃ আসাদুল ইসলাম জানান, গত কয়েক দিনের গরমে ঠিক মতো গাড়িও চালাতে পারছি না। এক বেলা কাজ করেই বাড়ি ফিরে যাচ্ছি।

এদিকে উপজেলার বিভিন্ন শ্যালো মেশিন ও পুকুরের পানিতে নেমে ঘন্টার পর ঘন্টা গোসল করতেও দেখা গেছে বিভিন্ন বয়সের শিশুদের। এদিকে এমন আবহাওয়া আরোও দু’একদিন অব্যাহত থাকতে পারে বলে জানা যায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আবহাওয়া সূত্রে।

Leave A Reply

Your email address will not be published.