রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জনের মৃত্যু

১৫৭
রাশিয়ার এল-৪১০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি : রয়টার্স

রাশিয়ার এল-৪১০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ২৩ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।

দেশটির জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাতারস্তানে রোববার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন প্রাণ হারান।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও রয়েছেন।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বর মাসে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় চারজনের প্রাণহানি এবং ১২ জন আহত হন।

উল্লেখ, ১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিন বিশিষ্ট স্বল্প দূরত্বে পরিবহন যোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে।

Comments are closed.