রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বর্নালী মোড়ে ফ্লাইওভার নির্মাণ করতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে প্রাথমিক কাঠামো নকশা প্রণয়ন বিষয়ে গঠিত কারিগরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম।
সভায় জানানো হয়, বর্নালী মোড় উড়াল সেতুটির দৈর্ঘ্য হবে ৪শ ৩০ মিটার আর প্রস্থ হবে ৭শ মিটার ৩০ মিটার । দৃষ্টিনন্দন দুই লেনের এ উড়াল সেতুটি নির্মিত হলে নাগরিকদের চলাচলের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। বহুলাংশে যানজট দুর হবে।
প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার জানান, রাজশাহী মহানগরীর উন্নয়নে চলমান উন্নয়ন কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নে নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ণে জোর তাগিদ দিয়েছেন। এ লক্ষ্যে প্রকল্পের সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ জানান, নগরীর অন্যতম ব্যস্ত এলাকা বর্ণালী মোড় সকাল-বিকেল অফিস সময়ে অত্যন্ত যানজট সৃষ্ট হয়। পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের বিভিন্ন সময় অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। যানজট নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশন নগরীর এ রকম ব্যস্ততম এলাকায় পর্যায়ক্রমে আরও কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। বর্নালীর মোড়ে উড়াল সেতুর নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়া আগামী জানুয়ারিতে শুরু হবে।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, রুয়েটের প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নূর ইসলাম, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার মোঃ আশরাফুল হক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (সেতু) মোঃ শরিফুল আলম, পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডার চন্দন কুমার বসাক, সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সাব্বির সিদ্দিক, সহকারী প্রকৌশলী তানজির রহমান, সহকারী প্রকৌশলী মোঃ আসিফুল হাবিব।
Comments are closed.