স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন শীর্ষক প্রকল্প প্রস্তাব আরো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য রাজশাহী সফর করেছেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। এ উপলক্ষে রোববার নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে প্রকল্প সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে স্থায়ীন সরকার বিভাগের কর্মর্কর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র। পরে তারা প্রস্তাবিত প্রকল্প এলাকায় পরিদর্শন করেন।
পরিদর্শন দলে ছিলেন প্রস্তাবিত প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন পেশের জন্য গঠিত কমিটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (মইই) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) আবু মোঃ মহিউদ্দিন কাদেরী, উপসচিব (সিটি কর্পোরেশন-২ শাখা) মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা-২) পলি কর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবুল হাসনাত মোঃ আশরাফুল আলম।
সভায় রাসিকের বর্জ্য ব্যস্থাপনী স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন নন্দিনী, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.