রাসিকের বহুতল ভবন ‘স্বপ্নচূড়া প্লাজা’র শুভ উদ্বোধন

0 ৮৬

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মিত বহুতল বাণিজ্যিক ভবন ‘স্বপ্নচূড়া প্লাজা’র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে নগর ভবনের পশ্বিমপার্শ্বে অবস্থিত আটতলা বিশিষ্ট ‘স্বপ্নচূড়া প্লাজা’র উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও  রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এম.পি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযীম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.