রাসিকের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১ম সভা
স্টাফ রিপোর্টার রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমায়ূন কবীর।
রাসিক প্রশাসক ড. মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এ ধারা ২৫(ক) (২) মোতাবেক সরকার কর্তৃক কমিটি গঠন করা হয়েছে। রাসিকের কার্যক্রম স্বাভাবিক রাখতে ও কোন নাগরিক যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জলবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মত রোগ যেন ছড়িয়ে পড়ে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম অব্যাহত রাখতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্নে সকলকে আন্তরিক হতে হবে।
সভার শুরুতে ৫ আগষ্ট গণ অভ্যূত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালনার জন্য গঠিত কমিটির সদস্যদের দ্বারা কাউন্সিলরের দায়িত্ব পালন এবং ওয়ার্ড বন্টন করা হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন রাসিকের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।