এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, কার্যনির্বাহী সদস্য মোকলেশুর রহমান কচি, রাজশাহী মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালি খান, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, প্রচার ও প্রকাশনা সহ সম্পাদক মোঃ আকতার আলী, সহ দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা দেবু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর শেখ খোকন,
স্টাফ রিপোর্টার: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে নগরীর রেলওয়ে স্টেশনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর নেতৃত্বে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
যুগ্ম সম্পাদক আরিফুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত, শাহমখদুম থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল হক, রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের সহ-সভাপতি সুমন, সাবেক ছাত্রলীগ নেত্রী ঝিলিক সহ আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।