প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের প্রতিনিধিদল। সোমবার দুপুর নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাইকা বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র।
জাইকা বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন জাইকা বাংলাদেশ প্রতিনিধি মিনামি কুরোকামি, হেড অব জাইকা ডিএক্সল্যাব ইউশি নাগানো, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সানজিদা হক, সিটি গর্ভনেন্স স্পেশালিষ্ট মনি মালা রায়। সভায় স্মার্ট রাজশাহী সিটি মাস্টারপ্ল্যান নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এর চীফ ই-গভর্নেন্স ড. ফরহাদ জাহিদ শেখ।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম. শরীফ উদ্দিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু,
২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মদ আল মঈন পরাগ, সিসিডিও আজিজুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, টাউন প্ল্যানার বনি আহসান, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।