স্টাফ রিপোর্টার : জাতীয় পরিবেশ পদক-২০২১ অর্জন করায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। শনিবার দুপুরে নগর ভবনে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর ড. সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, জেলার সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক অশীত ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, জেলার সভাপতি অম্বর সরকার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.