রাসিক মেয়রের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

৪২২

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সচিব নূর-উর রহমান।

বুধবার (৩০ মার্চ) রাতে নগর ভবনে মেয়র মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রফেসর ফরিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।