রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনা (কোভিড-১৯) থেকে দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো.তরিকুল আলম পল্টুর আয়োজনে তালাইমারীতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াদুদ।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সদস্য আলিমুল হাসান সজল, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম, মতিহার থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো.আনোয়ার হোসেন মিঠু, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, মো.মতিউর রহমান মিশু, মো.ফায়সাল কবির,রিয়াদ আল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।
Comments are closed.