রুয়েটে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত

0 ২০৭

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ. সেলিম হোসেন। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শাখা প্রধান ও গবেষণা প্রতিবেদন উপস্থাপনকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি

সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত পরিচালক কৌশলী মুফতি মাহমুদ রনি।

অনুষ্ঠিত এই সেমিনারে রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরে চলমান ৬০ টি গবেষণা প্রকল্পের প্রতিবেদন উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.