রুশ নিষেধাজ্ঞাপ্রাপ্ত ২৫ মার্কিনির মধ্যে বাইডেনের স্ত্রীকন্যা
![](https://bdsangbad24.com/wp-content/uploads/2022/06/russia-biden.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রীকন্যাসহ ২৫ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞার জবাব আকারে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় আরও ২৫ মার্কিনির নাম যুক্ত করা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের মেইনে অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিনস, কেন্টাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রাসলি ও নিউইয়র্কের ক্রিস্টেন গিল্লিব্র্যান্ডসহ বেশ কয়েকজন সিনেটর রাশিয়ার দেওয়া নিষেধাজ্ঞার নতুন ২৫ জনের মধ্যে রয়েছেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/06/28/russia-biden-inesert.jpg?itok=KUYq1JFK×tamp=1656411829)
এ ছাড়াও তালিকায় কয়েকজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক এবং যুক্তরাষ্ট্র সরকারের সাবেক কিছু কর্মকর্তাও রয়েছেন।
Comments are closed.