রূপচর্চায় আলু!
লাইফস্টাইল ডেস্ক: আমাদের খাদ্যতালিকায় আলু একটি অপরিহার্য খাবার। খাদ্য গুণ থাকার পাশাপাশি আলু ব্যবহার হয় রূপচর্চাতেও। দেখে নিন রূপচর্চায় আলুর কিছু চমৎকার ব্যবহার।
১. রোদে পোড়া কালচে দাগ দূর করতে আলু দারুণ কাজ করে। এজন্য ত্বকে আলুর স্লাইস ঘষুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
২. ত্বকের বলিরেখা দূর করতে ২ চা চামচ মধু ও ১ চা চামচ আলুর রস দিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. ডার্ক সার্কেল দূর করতে আলুর ঠাণ্ডা স্লাইস চোখের উপর আধা ঘণ্টা রেখে দিন।
৪. আলু ত্বকের দাগ দূর করে উজ্জ্বল ও সুন্দর করে। এজন্য ১ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ টমেটোর রস মেশান। মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন।
সূত্র: ব্রেকিংনিউজ/