নাটোর প্রতিনিধি: নাটোরে অভিযান চালিয়ে রেলের তেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)। এ সময় চুরি করা ২ হাজার ৫৩০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে লালপুর উপজেলার আজিমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন- লালপুর উপজেলার বাউরা গ্রামের আজাহার আলীর ছেলে মকবুল হোসেন, কালুপাড়া গ্রামের মহির উদ্দেনের ছেলে আব্দুল আওয়াল ও সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গভীর রাতে লালপুর উপজেলার আজিমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ট্রেন থেকে চুরি করা ২ হাজার ৫৩০ লিটার চোরাই তেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি জানান, চোরাই তেল আটকদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/