রোজা রেখে কেক খেয়ে ভাইরাল অনন্ত জলিল

0 ২৯১
আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি : এনটিভি অনলাইন

জন্মদিনে ভাইরাল চিত্রনায়ক অনন্ত জলিল। জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেছেন নায়ক। যার ভিডিও সোমবার অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটেন অনন্ত। এ সময় ‘কিল হিম’ সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর বিষয়টি অনেকে স্বাভাবিক হিসেবে নিলেও কেউ বলছেন ভিন্ন কথা।

জন্মদিনে অনন্ত জলিল বলেছেন, ‘আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাই রোজা রেখেই তাদের সঙ্গে কেক কাটি। আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি।’

এবার ঈদে মুক্তি পাচ্ছে অনন্তের ‘কিল হিম’ সিমেমা, যেখানে নায়িকা তাঁর স্ত্রী বর্ষা। ‘কিল হিম’ হচ্ছে অনন্তর নিজস্ব প্রযোজনার বাইরে প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।

Leave A Reply

Your email address will not be published.