রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গায় ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে জোরপুর্বক সাড়ে
১০ শতক, প্রায় অর্ধকোটি টাকার জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে
ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবর বেলা ১১ টায় রৌমারী দাঁতভাঙ্গা গ্রাম এলাকায় এই
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দাঁতভাঙ্গা মৌজার সাড়ে ১০ শতক জমি দখলদার থেকে
রক্ষা ও সুষ্ঠ বিচারের দাবি জানান ভুক্তভোগী দাঁতভাঙ্গা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী
অসহায় দরিদ্র আনোয়ারা বেগম।
তিনি অভিযোগ করে বলেন, বিগত এক যুগ আগে দাঁতাভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা
নামক গ্রামে দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে দাঁতভাঙ্গা মৌজায়,
জেএল নং ৭, খতিয়ান নং ৮৪, দাগ নং ৩৩৯ হেবার ঘোষনাকৃত সাড়ে ১০ শতাংশ জমি
মাত্র। উক্ত জমির মালিক আব্দুল কাদের পিতা মৃত আজিজুল্যাহ মন্ডল এর নিকট থেকে ১৭
এপ্রিল ২০১২ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে খাজনা পরিশোধ করে ভোগ দখল করে
আসিতেছি। যাহার চৌর্হদ্দি উত্তরে আমিনুল ইসলাম, দক্ষিণে আবু জাহান, পূর্বে
শাহজাহান ও পশ্চিমে ডিসি রাস্তা।
অভিযোগে আনোয়ারা বেগমের ছেলে আনোয়ার হোসেন বলেন, আব্দুল কাদেরের কাছ
থেকে ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় হঠাৎ করে ৬/৭ মাসে
আগে উক্ত জমি জোরর্পূবক ভোগ দখল করার চেষ্টা করে আমার প্রতিপক্ষ আমিনুল ইসলাম
গং। পরে আমরা বাধা দিতে গেলে আমাদেরকে ওৎপেতে থাকা আমিনুল ইসলাম ও তার ৬
ছেলে ও পুত্র বধুদের নিয়ে সংঘবদ্ধ চক্র যথাক্রমে ফেরদৌস, ইদ্রীস, মিঠু, সাখাওয়াত
হোসেন সাখা, বাবুসহ ৮,৯জন আমাদেরকে দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি শোঠা দিয়ে
মারপিট করে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে রৌমারী হাসপতালে ভর্তি করে
চিকিৎসা করান । জমিটি ভোগ দখল কালিন সময় চর্তুপাশে বাঁশ খোটা ও টিন দিয়ে
বেড়া দেয়া ছিল। ঘটনার পর আমার উক্ত বাঁশ খুটি দিয়ে শক্ত করে বেড়া দিয়ে আমাদের
বাড়িতে প্রবেশ পথ বন্ধ করে দেয় এবং বাড়িতে ঢুকতে নিষেধাঞ্জা দেয়। এমনকি
বাড়িতে ঢুকতে চেষ্ট করলে হত্যার হুমকি প্রদান করে। তারা দাঙ্গাবাজ সংঘবদ্ধ চক্র। আমার
কোন জনবল নেই । তাই নিরুপায় হয়ে কোর্টের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি।
সেখানে গিয়েও আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। জমির মধ্যে
আমাকে যাইতে দিচ্ছে না। আমরা অসহায় দরিদ্র, আমি ও আমার মা ছাড়া আর কেহ নাই।
অপরদিকে আমিনুলদের বিরুদ্ধে কোর্টে মামলা করলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট
আদালতের প্রসেস নং ৮০৮.২৪ তারিখ ২ এপ্রিল ২০২৪। সরেজমিনে তদন্ত পূর্বক বলা
হয়েছে, দাঁতভাঙ্গা জেএল নং ৭, মৌজার আরএস খতিয়ান নং ৮৪, দাগ নং ৩৩৯, জমি ২৯
এর মধ্যে ০.৭৮২ হিস্যায় আব্দুল কাদের এর নামে ০.২২০০ একর জমি আরএস রেকর্ড
প্রচারিত এবং সেই মোতাবেক তিনি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলেন। ভোগ
দখল করা অবস্থায় উক্ত আরএস রেকডিয় মালিক আব্দুল কাদের এর নিকট হতে বিগত ২০১২
সালে ৯৯৩ নং দলিলমূলে ০.১০৫০ একর জমি অত্র মামলার বিবাদীনি আনোয়ারা বেগম,
আনোয়ার হোসেন ক্রয় করে ভোগ দখল করে আসছিল। বিবাদী গং ভোগ দখলকৃত জায়গায়
প্রায় ৬/৭ মাস পূর্বে জোরপুর্বক ছাপড়া ঘর উত্তোলন পুর্বক দখল করে রাখায় গত ১৪ মে
২০২৪ সহকারি কমিশনার (ভুমি) (অ:দা:) রৌমারী কুড়িগ্রাম তদন্ত পূবর্ক
প্রতিবেদনটি দাখিল করেছেন। আমরা অসহায় দরিদ্র ভুক্তভোগী পরিবার জমিটি উদ্ধারে
আপনাদের মাধ্যমে সরকারের নিকট দাবী জানাই।