রৌমারীতে বসতবাড়ির জায়গা দখলের অভিযোগ

0 ৯৯

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বসতবাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার চেয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালেরদিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামে।

পুলিশ, অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার টাপুরচর গ্রামের আবু তালেব এর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের পৈত্রিক সম্পত্তি মোট ৯৬ শতক। এর মধ্যে দুই বোনের ২৪ শতক ও অন্য ওয়ারিশের কাছ থেকে ৪ শতকসহ মোট ২৬ শতক জমি দলিলমুলে ক্রয় করেন দবির উদ্দিন। ক্রয় সূত্রে মালিক হয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন সে এবং দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন দবির উদ্দিন। হঠাৎ দবির উদ্দিন স্টকে মৃত্যু বরণ করেন তার পড়থেকে তার বড় ভাইয়ের ওয়ারিশরা দবিরের ভোগদখল কৃত জমিতে এসে অংশ দাবী করে। এনিয়ে স্থানীয় ভাবে একাধীকবার সালিশি বৈঠক বসলেও তা নিরসন করতে পারেনি কেউও। এ ঘটনার জেরে গতকাল সেমবার সকালে মৃত দবির উদ্দিনের ভাতিজারা সংঘবদ্ধ হয়ে একদল লাঠিয়াল বাহিনী লাঠিসোঠা ও দেশিয় ধারলো অস্ত্র নিয়ে দবিরের দখলকৃত বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখল করেন এবং একটি টিনশেড ঘর তোলেন। এতে মৃত্যু দবির উদ্দিন এর স্ত্রী জুলেখা ইয়াসমিন বাধা দিতে গেলে তার উপর চড়াও হয় এবং অকথ্যভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় ওই লাঠিয়াল বাহিনীরা। পরে মৃত্যু দবির উদ্দিন এর স্ত্রী জুলেখা ইয়াসমিন বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মৃত্যু দবির উদ্দিনের স্ত্রী জুলেখা ইয়াসমিন অভিযোগ করে বলেন, আমার স্বামী তার বোনদের কাছ থেকে জমি কিনে সীমানা প্রাচীর নির্মাণ করে ২৫ বছর ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু আমার স্বামী মারা জাওয়ার পর আমার স্বামীর ভাইয়ের ছেলে হামিদুল,মোনিরুজ্জামান, সাইদুর, জিহাদ, জিসান, আরিফ,বাহাদুর,বেলালরা লাঠিয়াল বাহিনী নিয়ে আমার বসতবাড়ির প্রাচীরের ভিতরে ফাঁকা জায়গায় জোরপূর্বক দখল করে ঘর তোলেন। আমার স্বামী বেচে নেই। আমার এক ছেলে ও এক মেয়ে নিয়ে এ বাড়িতে থাকি। প্রতিপক্ষরা নানা ভাবে ভয়ভিতি প্রদর্শণ করে আসছে। বর্তমানে সন্তানদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই আমি ন্যায় বিচার চেয়ে আইনের আশ্রয় নিয়েছি। তার অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থলে পরিদর্শনে জান এসআই আলিম তিনি উভয় পক্ষোকে তাদের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন।

প্রতিপক্ষ মৃত্যু খোশ মাহমুদের ওয়ারিশ হামিদুর, মোনিরুজ্জামান সাইদুর বলেন, আমার চাচা (মৃত্যু দবির উদ্দিন) জোর করে রাস্তার সাথে জমি নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে। অন্যায় ভাবে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে তারা। আমাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা।

তদন্তকারি কর্মকর্তা এসএই আলিম উদ্দিন বলেন, আমি অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে সমস্যা নিরসনের জন্য থানায় ডাকা হয়েছিল। একপক্ষ না আসায় মিমাংসা করা সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.