রৌমারীতে রাস্তা দখলের অভিযোগে প্রতিবাদে মানববন্ধন

0 ৭৪

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী কান্দাপাড়া, পালেরচর, গোয়ালেরচর, চরবাঘমারা, নটারকান্দিসহ কয়েকটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষের যাতায়াতের রেকর্ড ভুক্ত রাস্তা দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রাস্তা দখল করে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার, জয়নাল, নওশাদ আলী, তমসের আলী, রহমান মাষ্টার আব্দুল হালিমসহ কয়েকজনের বিরুদ্ধে। রবিবার সকাল ১১ টায় কান্দাপাড়া এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী কর্মসুচী চলাকালে বক্তব্যদেন, আলহাজ্ব মনু খাঁ, জাকির হোসেন, জামাল হোসেন, শাহজাহান, জাহানারা বেগম ও কমেলা বেগমসহ অনেকেই।
বক্তাগণ বলেন, প্রায় শতাধীক বছর পুরনো কাঠালবাড়ি পাকা রাস্তার সোনাউল্লাহর বাড়ি থেকে পশ্চিম দিকে কান্দাপাড়া ভায়া আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সরকারি রেকর্ডভুক্ত হলেও আব্দুস সাত্তার, জয়নাল, নওশাদ, তমছের আলী, রহমান মাষ্টারসহ আরো কয়েকজন প্রভাবশালী লোক এ রাস্তার দখল করে মাটি বিক্রি করেছে। আজ এ রাস্তার কোন চিহৃ রাখেনি। এ রাস্তাদিয়ে প্রায় ১০ হাজার মানুষের চলাচল। এলাকাটি নি¤œাঞ্চল হওয়ায় বর্ষা ও বন্যার সময় রাস্তার উপর দিয়ে পানি বয়ে যায়। এতে রাস্তাটি না থাকায় ফসলাদি, স্কুল কলেজ পুড়–য়া শিক্ষার্থীসহ এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। ফলে বর্ষা বন্যার সময় নৌকা ছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন। শতাধীক বছরের রেকর্ডভুক্ত রাস্তাটি জরুরীভাবে দখলমুক্ত করে এলাকাবাসীর চলচলে প্রশানের নিকট তাদের দাবী।

Leave A Reply

Your email address will not be published.