রৌমারীতে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0 ১,৩০৩

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের লক্ষে চলমান আন্দোলনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষরগণ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর আয়োজনে উপজেলার গেট সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।

এতে উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, সহকারি অধ্যক্ষ এমএ আব্দুস সামাদ, আ: হাই, শাহজাহান সিরাজ, প্রধান শিক্ষক মিজানুর রহমান, খলিলুর রহমান, মোস্কাফিজুর রহমান আব্দুল মতিন, সুপার শাহাদত হোসেন, নুর ইসলাম, লুৎফর রহমান, সহ-সুপার আব্দুল হামিদ ও শিক্ষক কৃঞ্চা রানী অনেকেই।

বক্তারা বলেন, জাতীয় করনের দাবীতে ঢাকায় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার সাথে জড়িত পুলিশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও শাস্তির দাবী করেন। সেই সাথে সারাদেশে বেসরকারি শিক্ষকদের জাতীয় করনের দাবী করেন। জাতীয় করন না করা পর্যন্ত তাদের কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

Leave A Reply

Your email address will not be published.