নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: লকডাউন খোলার সাথে সাথে আজ সকাল থেকে রাস্তা ঘাটে জনগণ সাভাবিক ভাবে চলাফেরা করতে শুরু করেছে। এছাড়া আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজশাহীর নিউ মার্কেট, আরডি মার্কেট সহ দোকনপাট গুলোতে ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে। তবে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি অনেকে মাস্ক ঠটের নিচে পড়ে ঘুরাফেরা করছে।
আর অটো রিস্কা গুলোতেও পাশাপাশি বসে চলাফেরা করছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাগেছে, স্বাস্থ্য বিধি মানার জন্য সকালে দুইজন ম্যাজিষ্ট্যোট এবং বিকেলে দুইজন ম্যাজিষ্ট্যোট তাদের অভিযান অব্যাহত আছে।