লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে র‌্যাব-৫

0 ২৩৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন র‌্যাব-৫। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর হাইটেক পার্ক মাঠে প্রায় সাড়ে ৩০০ চরাঞ্চলের দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার।

এসময় দরিদ্র মানুষদের মাঝে সাড়ে তিন হাজার কেজি চাল, ৭০০ কেজি ডাল, ৭০০ লিটার তেল, চিনি ৩৫০ কেজি, লবণ ৩৫০ কেজি, নুডুলস ৩৫০ প্যাকেট, সেমাই ৭০০ প্যাকেট, ম্যাচ ৩৫০ ডজন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে র‌্যাব-৫ উপ-অধিনায়ক মেজর মোর্শেদ, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রাব্বি মুঞ্জিলসহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.