লালপুরের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু

0 ১৪০

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের আব্দুলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতের কোন এক সময় উপজেলার চং ধুপইল ইউনিয়নের শোভগ্রামে রেল ব্রীজে এই দূর্ঘটনাটি ঘটে। বুধবার সকাল ১০ টার দিকে ঘটনাটি জানাজানি হয়।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বাবলু ও স্থানীয়রা জানান, গতরাতের কোন এক সময়ে দূর্ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়রা রেল লাইনের ব্রীজের নিচে একটি মানুষের ক্ষত বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশনে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে কর্মচারী পাঠানো হলে তারা মরদেহ দেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সান্তাহার জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মরদেহটির পরিচয় সনাক্তে চেষ্টা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.