নাটোর প্রতিনিধি: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর সহযোগিতায় লালপুর উপজেলায় অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা সমাপনী ও পুরস্কার বিতরণ ২৯/১১/২০২৩ তারিখ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লালপুর জনাব শামীমা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ক্রীড়া অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার, লালপুর জনাব সা’দ আহমদ শিবলী, । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সিমানুর রহমান, প্রধান শিক্ষক, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, লালপুর ।