প্রতিনিধি, লালপুর (নাটোর): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগ শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আজ রোববার (৮ আগস্ট)সকালে লালপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালিত হয়।
লালপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, গোপালপুর পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র রোকসানা মোর্তুজা লিলি, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।