লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যর বীজ ও সার বিতরণ

0 ১৫৯
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যর বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতাধীন ৪ হাজার একশ কৃষকের  মাঝে এক কেজি করে পাটের বীজ,  ১ হাজার তিন শত জনের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও প্রত্যােকে ১০ কেজি করে D A P এবং সার M O P সার প্রদান করে । পরে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আওতায় ৮ জন অসহায় গরীব দুঃস্থ দের মাঝে সেলাই মেশিন বিতরন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে টিআর খাবিখা প্রকল্পের ৪৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ১ (বাগাতিপাড়া – লালপুর)  আসনের এমপি শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নূরে আলম সিদ্দিক, দুড়দুড়িয়া ইউনয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, লালপুর উপজেলার কৃষি অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কমর্কতা শাহিনা সুলতানা।

Leave A Reply

Your email address will not be published.