লিটনকে বিজয়ী করার লক্ষ্যে বোয়ালিয়া থানা  আ’লীগের উদ্যোগে নির্বাচনী সভা

0 ১৮৭

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুন) বিকেলে দরিখড়বনা ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহী আকতার রেনী।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। উন্নয়নের ধারা চলমান রাখতে এবং রাজশাহীতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম। সঞ্চালনা করেন বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আকতার মিতা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল মমিন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিন্ট ও মোস্তাক আহমেদ বাবু সহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.