খেলাধুলানির্বাচিত খবর শচীনকে টপকে গেলেন অ্যান্ডারসন By webadmin On সেপ্টে ৪, ২০২১ ১৮৮ Share সাবেক ভারতীয় তারকা শচীন টেন্ডুলকার ও ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ছবি : সংগৃহীত এতদিন দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। স্পোর্টস্টারের খবরে জানা গেছে, দেশের মাটিতে শচীন ৯৪টি টেস্ট খেলেছিলেন। ভারতের বিপক্ষে ওভাল টেস্ট খেলতে নেমে ভারতীয় তারকাকে ছাড়িয়ে যান অ্যান্ডারসন। এবার দেশের মাটিতে ৯৫তম টেস্ট খেলতে নামেন ইংলিশ পেসার। তালিকায় তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। দেশের মাটিতে ৯২টি টেস্ট খেলেছেন অস্ট্রেলীয় তারকা। দেশের মাটিতে ৮৯টি টেস্ট খেলার রেকর্ডে আছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহর। ১৮৮ Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed.