রাজশাহী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম। বুধবার দুপুরে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাফুজুল আলম লোটন, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন্নবী অনু, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সহকারী একান্ত সচিব এ.এইচ.এম আশিকুজ্জামান শাওন, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.