শার্শার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

0 ৩৭৭
ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :  যশোরের শার্শার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে লকডাউনের বিধিনিষেধ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ মোট দুই হাজার নয়শত টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
মঙ্গলবার (৩রা আগষ্ট) উপজেলার বিভিন্ন বাজারে এ মোবাইল কোর্ট আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী মীর আলিফ রেজা জানান, বাংলাদেশে দন্ড বিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেগ লকডাউনে মাস্ক না পড়া, স্বাস্থ্যবিধি না মানা, দোকানে মূল্য তালিকা না রাখা সহ বিবিধ অনিয়মের অভিযোগে উপজেলার নাভারণ বাজার, উলাশি বাজার, জামতলা বাজার, বাগআঁচড়া বাজার, ধলদা বাজার, রামপুর বাজার, শার্শা বাজার অভিযান চালিয়ে মোট ৭টি মামলায় দুই হাজার নয়শত(২,৯০০/-) টাকা জরিমানা করা হয়।
সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.