
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম বলেন, ভাই ভাই বেকারীর মালিক মোঃ জাকির হোসেনকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন, নোংরা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়।
পাশাপাশি আগামী ০৭দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভেজাল খাদ্যের উপর উপজেলা প্রশাসন, শার্শা’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দরা।