
ইউপি সদস্য কবির হোসেন জানান ঘটনাটি জানার পর মেয়ে বাবা মা কে থানায় পাঠানো হয়েছে।এবং থানায় মামলা করা হয়েছে ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান শিশু ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে।মামলা নং ২৯।তারিখ ২৩ /০১ /২০২০ইং ।মামলার আসামী সাগর হোসেন কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।