শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশনের স্থায়ী সেন্টারের  উদ্বোধন 

১৬৪
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
১২ অক্টোবর শনিবার সকালে শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামে চাইল্ড সাইট ফাউন্ডেশন সেন্টারের স্থায়ী কার্যালয়ের   উদ্বোধন করা হয়েছে।  এ সেন্টারের  উদ্বোধন করেন চাইল্ড সাইট ফাইন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত এবং সাথে ছিলেন সহধর্মিনী ফাহমিদা মুহিত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ,  সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এড. রায়হান, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাঘা, যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বখতিয়ার ভুইয়া, যুগ্ম আহবায়ক আরাফাত আলী রবিউল, মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাদিম আলী  সহ অন্যান্য  নেতৃবৃন্দ।